নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইমন মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ মুলিবাঁশ এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইমন মিয়া ওই এলাকার রংমিস্ত্রী ইব্রাহীম হোসেন ইবুর ছেলে।
নিহতের বাবা ইবু বলেন, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করেও মাদক থেকে ফেরানো সম্ভব হয়নি। ফলে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। তার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।নিহতের ডান পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় রশি পেঁচানো ছিল। মুখমন্ডলেও আঘাতের চিহ্ন স্পষ্ট।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিটি) কাজী মাসুদ রানা বলেন, ধারণা করা হচ্ছে মাদক নিয়ে বিরোধেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের কোন এক সময় হত্যাকান্ডটি হতে পারে।
তিনি আরও বলেন, নিহত ইমন কাদের সঙ্গে চলাফেরা করতো তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।