হাজীগঞ্জের আওয়ামীলীগ নেতা নেয়ামত আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো.নেয়ামত হোসেন (৭২) তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।

আজ ২৩ জানুয়ারি শনিবার মরহুমের জানাযা বাদ এশা হাজীগঞ্জ বাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পাঠানটুলী পৌর কবরস্থানে সমাহিত কর হয়। মৃতকালে তিনি একপুত্র ও দুই কন্যা এবং আতœীয় স্বজন সহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জীবদশায় তিনি মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও হাজীগঞ্জ ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এর সাবেক শ্রমিক নেতাও ছিলেন তিনি। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি।

add-content

আরও খবর

পঠিত