নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেছেন, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে ৬৬৭টি ঘর। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর হরা হয়েছে ৫২৮টি ঘর। ঘরগুলো বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। হস্তান্তর করা ঘরগুলোতে কোন সমস্যা নেই। সেখানে সুন্দর পরিবেশে স্বস্তি নিয়ে ভালোভাবে বসবাস করছেন বাসিন্দারা। মান সম্মত ঘরের জন্য সন্তোষ প্রকাশ করেছেন উপকার ভোগীরা। ১২ই জুলাই সোমবার বেলা ১১টায় বন্দর থানার লক্ষনখোলা এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের দেয়া বাসগৃহ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখেন এবং বাসিন্দাদের খোঁজ খবর নেন। নিরাপত্তার জন্য বাসস্থানের চারপাশে বর্তমানে চলছে দেয়াল র্নিমাণ কাজ। পরিদর্শন কালে জেলা প্রশাসক বাসিন্দাদের হাতে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও তিনি শিশুদের হাতে চকলেট ও চিপসসহ নানা উপহার তুলে দেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, সহকারি ভূমি কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।