হযরত মুহাম্মদ স. শুধু ধর্মীয় নেতা ছিলেন না, রাষ্ট্রীয় নেতাও ছিলেন : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২১ নভেম্বর বুধবার ১২ ই রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুফতি মাসুম বিল্লাহ বলেন, রাসূল স. এর জম্মের পরপরই মা আমিনা এ সংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে পাঠান। সংবাদ পেয়েই তিনি ছুটে আসেন, পরম স্নেহে দেখেন, যত্নের সংঙ্গে কোলে তুলে নিয়ে কাবার ভেতর প্রবেশ করেন, আল্লাহ তা য়াল্লার হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন। অত:পর তাঁর নাম রাখেন মুহাম্মদ। আরবে এ নাম ছিল নতুন। ফলে লোক খুব বিস্মিত হয়। ঘটনাক্রমে ১২ই রবিউল আউয়াল তাঁর ওফাত হয়।

তিনি  আরও বলেন, জন্ম দিবস বা মৃত্যু দিবস কেন্দ্রিক আচার অনুষ্ঠান সাহাবায়ে কেরাম পালন করেননি তাই আমাদেরকে ও এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সীরাতুন্নবী স. এর শিক্ষা থেকে আমরা দেখি হযরত মুহাম্মদ স.শুধু ধর্মীয় নেতা ছিলেন না তিনি রাষ্ট্রীয় নেতাও ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই  মনোনীত নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীগণ [নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) থেকে মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) থেকে আলহাজ¦ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)থেকে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)থেকে মুহাম্মাদ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ (সদর- বন্দর) থেকে আলহাজ্ব আবুল কালাম মুন্সী।] মনোনয়ন ফরম পূরণের কাজসহ প্রয়োজনীয় কাগজপত্র  প্রস্তুত করেছেন ।

২২ নভেম্বর বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার জনাব আতাউর রহমান সাহেবের নিকট পর্যায়ক্রমে মনোনয়ন ফরম জমা দিবেন। সমন্বয়কারী আরও বলেন, নারায়ণগঞ্জের জনগণ বিবেকসম্পন্ন এবং সচেতন তাই তাদেরকে স্মরণ করে দিতে চাই, ক্রিকেট টিমে পরপর কয়েক ম্যাচে খারাপ খেললে দল থেকে তাকে বাদ দেওয়া হয়। পুনরায় ফর্মে উঠে জাতীয় দলে তাকে জায়গা নিতে হয়। তো দেশের রাজনীতিতে এই পারফরমেন্স রেটিংটার প্রয়োগ হওয়া দরকার। তাছাড়া বাঙালী বেশ বিস্মৃতি পরায়ণ জাতি। এরা বর্তমান যন্ত্রণায় অতীত বেদনা ভুলে যায়। ক্ষমতাসীনদের নামিয়ে আগের ফেলুয়াদের বারবার সুযোগ দেয়। রাশিয়া আমেরিকার মত দেশের সমগ্র রাজনীতি দুই বলয়ের বাইরে যেতে দেয়না। কিন্তু নারায়ণগঞ্জবাসীকে বুঝতে হবে অতীতে যারা ২ বার ৩ বার ব্যর্থ হয়েছে রাষ্ট্রযন্ত্র তাদের হাতে ফের ছেড়ে দিলে পারফরমেন্স  একই হবে।

পরিশেষে তিনি বলেন এই দ্ব-দ্বমুখর বলয় ভাঙেন। নতুনকে একবার সুযোগ দেন। ৫ বছর সময় দিতে হবে না। এক বছরে পারফরমেন্স ভালো না হলে আবার টেনে-হিছড়ে ক্ষমতা থেকে নামাই ফেলিয়েন। একবার সুযোগ  দিয়ে দেখেননা, কী হয়?

add-content

আরও খবর

পঠিত