হত্যা মামলার আসামী শহরের জামতলা এলাকায় গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে হত্যা মামলায় মনির হোসেন (৪০) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ১৩ই মার্চ রবিবার ফতুল্লা মডেল থানাধীন জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১টি ব্যবহৃত মোবাইল জব্দ করে র‌্যাব।

১৩ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মনির হোসেন এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ১টি হত্যা মামলা রয়েছে, যার মামলা নং ৮০(০৬)২১, ধারা ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং ৪২০/২১। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত