হঠাৎ ঘন কুয়াশায় বিপর্যস্ত বদলগাছী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ  প্রতিনিধি, মো. মিলন হোসেন ) : নওগাঁর বদলগাছীতে হঠাৎ ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে বিপর্যয়ের অবস্থায় পড়েছে গবাদি পশু। জানা যায়, গত কয়েক দিন ধরে রাত দিন সব সমান তালে পড়ছে চাদরে ঢাকা কুয়াশা যার কারণে ঠান্ডাও অনেক বেড়ে যাওয়ায় ছিন্নমূল মানুষের পাশাপাশি গবাদি পশুরাও পড়েছে বিপাকে। সারাদেশে প্রচণ্ড ঠান্ডা থাকলেও উত্তর অঞ্চলে শীত কম হয়।

এবার শুরু থেকেই শীত অনেক বেশী হওয়ায় গবাদি পশু নিয়ে সমস্যায় পড়েছেন খামারি ও কৃষকরা। পশুকে বাহিরে ঠান্ডায় না রেখে ছালা, বস্তা গায়ে দিয়ে যত্ন করে রাখছে তারা। যাতে করে ঠান্ডা জনিত কারণে কোন সমস্যা যেন না হয়।

উপজেলা সদর ইউপির গোরশাহী গ্রামের আবুল হোসেন ও খালেক নারায়ণগঞ্জ বার্তার প্রতিনিধিকে জানান,  আমাদের এই এলাকায় প্রতিটি কৃষকের বাড়ী ৬ থেকে ১০টি গরু আছে ঠান্ডার কারণে গরুর কোন অসুখ বিষুখ যেন না হয় এজন্য যতদুর সম্ভব সাবধানে রাখার চেষ্টা করছি।

এছাড়াও উপজেলা মথুরাপুর ইউপির গরু ব্যবসায়ী ওমর, আবুল, জামাল জানান, বাজার থেকে গরু কিনে এনে কুয়াশা আর ঠান্ডার কারণে বাড়ীতে রাখা ও সমস্যা হয়ে পড়েছে কারণ একটি গরুর অসুখ হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক জানান, আমরা যতদুর পারছি খামারি ও কৃষকদের পর্রামশ দিয়ে যাচ্ছি পশুকে ঠান্ডায় না রাখার জন্য কারণ ঠান্ডা জনিত কারণে পশুর বিভিন্ন রোগ বালাই হতে পারে।

add-content

আরও খবর

পঠিত