হকার ইস্যুতে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে হকার ইস্যুতে উত্তপ্ত নগরী। নাসিক মেয়র আইভী সমর্থিত লোকজনদের সঙ্গে হকার সমর্থিত লোকজনদের ব্যাপক সংঘর্ষের  ঘটনায় ৭ দিন পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। একই সাথে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আরো গুরুত্ব দিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ৭ কার্যদিবস বৃদ্ধি করে দিয়েছেন জেলা প্রশাসক। বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত প্রায় ৪০০-৫০০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার বিকালে পুলিশ নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি (পরিদর্শক) আবদুর রাজ্জাক জানান, শহরের চাষাঢ়ায় সরকারী কাজে বাধা, জনস্বার্থ বিঘিœত, পুলিশের উপর হামলার অভিযোগ তোলা হয়েছে। এ অভিযোগে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

গত ১৬ই জানুয়ারী মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু সড়কে সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময়ে উভয় পক্ষের মিছিল থেকে ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। সংঘর্ষের পরদিন ১৭ জানুয়ারী জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দারকে। কমিটির অন্য দুইজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, র‌্যাবের সহকারি পরিচালক বাবুল আক্তার। এদিকে সৃষ্ট সংঘর্ষের ঘটনা তদন্তে আরো ৭ কার্যদিবস সময় পেয়েছে তদন্ত কমিটি। ২৪ জানুয়ারি বুধবার ৭দিনের মেয়াদ শেষ হওয়ার পর আরো ৭দিনের সময় বাড়িয়ে দেয়া হয়। কমিটিকে আগামী ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার বলেন, কিভাবে ঘটনার সূত্রপাত, কারা কারা ছিল, কারা কারা অস্ত্র প্রদর্শন করেছে সহ সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে হবে। এসব নিয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। তাছাড়া ঘটনা কি কারণে ঘটলো সেটাও বের করতে হবে যদিও এটা বেশ কষ্টসাধ্য। অনেকের বক্তব্য নেয়া প্রয়োজন। সেই সব কারণে আমাদের সময় দরকার ছিল, সে আলোকে সুষ্ঠুভাবে তদন্ত করতে আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আরও সাত দিনের সময় বাড়িয়ে দিয়েছেন।

এরআগে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে সোমবার রাতে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে নিয়াজুল ইসলাম সহ ৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০০০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয় সদর মডেল থানায়। কিন্তু ২দিন পর বুধবার অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত