নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অভিমুখে রাস্তার পুণ:সংস্কারে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। ১লা অক্টোবর সোমবার সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া গোলচত্বরের চারপাশে যানজটে সড়ক যেন যানবাহনের ডাম্পিং পয়েন্টে পরিণত হয়েছে। প্রতিটি গাড়ি ঘন্টার পর ঘন্টা একই স্থানে স্থির হয়ে বসে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির পিচ ফুলে যাওয়ায় হাম সৃষ্টি হয়েছে। তা খুড়ে সমান করতে কাজ করছে কয়েকজন শ্রমিক। এতে সড়কের অনেকাংশ বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যান চলাচল স্থীর হয়ে থমকে যায় গোটা শহর। এই যানজট লিংক রোড সহ নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক, আল্লামা ইকবাল রোড, কলেজ রোড, জামতলা, নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া বালুর মাঠ বাইপাস সড়ক, বঙ্গবন্ধু সড়কে ছড়িয়ে পড়ে। শহরের দুই নং রেল গেট থেকে চাষাঢ়া র্পযন্ত পশ্চিম পাশে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। বিশেষ করে সরকারী-বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন বেশি দুর্ভোগে পড়ে।
ভুক্তভোগিরা জানায়, শহরে যাতায়াতের ব্যস্ততম প্রধান সড়কে এই পুণ:সংস্কারের ফলে ব্যহত হচ্ছে কর্মজীবীদের হাজারো কর্মঘন্টা। বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ রকমের যানজট। নির্দিষ্ট সময়ের পরে অফিসে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে হয় কর্মজীবী ও শিক্ষার্থীদের। বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন ভুক্তভোগি বলেন, রাস্তার সংস্কারই যদি করতে হয়, কর্ম ব্যস্ততার সময়টা কেন বেছে নেয়া হল। সকালে অফিস টাইমে এ কাজ করায় যে সময়টায় অফিস থাকার কথা, কিন্তু বসে থাকতে হচ্ছে বাসে। স্থানীয় একজন জানায়, মাসখানিক আগেই এই রাস্তার সংস্কার করা হলো। আর এরই মধ্যে রাস্তাটি পুণ:সংস্কার করতে হচ্ছে। তাহলে ওই সময়ে তারা কি কাজ করেছে। একইভাবে অবহেলা করে আবারো যদি পুণ:সংস্কার করা হয় তাহলে এতে লাভবান কারা হচ্ছে। বরং এতে করেতো সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ। সানারপাড় এলাকার বাসিন্দা তোলারাম কলেজের এক শিক্ষার্থী বলেন, বাসা থেকে আসতে না যতক্ষন সময় লেগেছে, তার চেয়ে বেশী সময় শুধু নতুন কোর্ট থেকে কলেজ যেতে লেগেছে। আধা ঘন্টারও বেশী যানজটের জন্য বসে ছিলাম।
এ ব্যপারে নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্য এ.কে.এম মো.শরফুদ্দিন বলেন, যানজট তো নিত্যদিনের সঙ্গি। তবে শুধু অফিস সময়টাই যানজট দেখা গেলেও অন্যান্য সময় রাস্তা ফ্রি থাকতো। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে হঠাৎ করে রাস্তাটির পুণ: সংস্কার করার কারণে সারাদিনই যানজট সামলাতে ট্রাফিক পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়েছে। এই সংস্কার কাজগুলি যদি সকালে না করে রাত ১০টার পরে করা হয় তাহলে জনগন ভোগান্তি থেকে রক্ষা পাবে।