সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু সহ নিহত ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস-লরির সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার  দুপুর পৌনে ২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ট্রিপুর্দী এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ইয়াসমিন নামে একজন অনন্ত গার্মেন্টের শ্রমিকের বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা সিডিএম পরিবহনের একটি লোকাল বাস যাত্রী নিয়ে চট্রগ্রাম যাওয়ার পথে বেলা পৌনে ২টার দিকে সোনারগাঁয়ের ট্রিপুর্দী এলাকায় ওভারটেকিংয়ের সময় একটি লরির পেছনে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। মারাত্মক আহত যাত্রীদের মধ্যে ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, সোমবার বেলা ২টায় সোনারগাঁ উপজেলার ট্রিপুর্দী এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জনের লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। এর মধ্যে ২জনের মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে। তার মধ্যে একজনের নাম ইয়াসমিন। অন্যান্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবদুল কাইয়ুম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস একটি লরিকে ওভারটেকিং করতে গিয়ে প্রচন্ড ধাক্কা লাগে। এতে করে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ দূর্ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছে। আহতেদর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিছু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত