নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে সড়ক দুর্ঘটনায় আরিফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ ফতুল্লা থানার শারজাহান রি রোলিং মিলস এলাকাস্থ খাঁ বাড়ীর মিজানের বাড়ীর ভাড়াটিয়া সিরাজ কন্ট্রাকটারের ছেলে। ১৫ই মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফের বড় ভাই জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে নিহত আরিফের বন্ধুরা ফোন করে জানায় আরিফ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে এবং সে এখন চাষাড়া বালুরমাঠস্থ ইসলামিক হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রয়েছে। পরে সেখানে গিয়ে তারা আরিফ কে মৃতবস্থায় দেখতে পায়। পরে রাতেই নিহতের লাশ তাদের গ্রামের বাড়ী পঞ্চগড় নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান নিহতের বন্ধুরা জানায় যে, রাতে ওয়াজ মাহফিল থেকে ভুইঘর যায়। সেখান থেকে ফতুল্লায় ফেরার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বুকে আঘাত পায় আরিফ। তবে স্থানীয়রা জানায় আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।