নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত সরেন (২৩) নামে এক যুবককে হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর শনিবার ফতুল্লা থানাধীন চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো.রিজওয়ান সাঈদ জিকু এই বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ১০৭ গ্রাম হেরোইন করে র্যাব। গ্রেফতারকৃত আসামী সীমান্ত সরেন (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন মান্ডাইল এলাকার বিশ^নাথ সরেন-এর ছেলে।
র্যাব ১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো.রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী আার্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী তার পরিহিত স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানান ওই র্যাবের কর্মকর্তা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।