স্মার্ট নাগরিকরা আরো স্মার্টতর হবেন : নুরুল হুদা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে সাহায্য করা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মাধ্যমে স্মার্ট জাতি গঠনে স্মার্ট নাগরিকরা আরো স্মার্টতর হবেন। আর সেটা আপনাদের মাধ্যমেই সম্ভবপর হবে। স্মার্ট নারায়ণগঞ্জের স্মার্ট অধিবাসীদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ আমাকে বিমোহিত করেছে। রোববার ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে সকাল ১১টায় ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অধিভুক্ত এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি পূর্বে ভোট জালিয়াতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কারণে এখন আর ভোট জালিয়াতির সুযোগ থাকে না। একজন লোক আরেকজন লোকের পরিচয় দিয়ে ভোট দাখিলের এখন আর কোন সুযোগ নেই। সামনের নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা থাকার সাথে সাথে ভোটারদের হাতে থাকবে স্মার্ট কার্ড। সেক্ষেত্রে কোন রকম জালিয়াতি করার প্রশ্ন ওঠে না। প্রায় ২৬টি সেবা এ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে দেয়া সম্ভবপর হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে প্রতিটি নাগরিকের তথ্যগুলো নির্বাচন কমিশনের সার্ভারে সুরক্ষিত থাকবে। জাতীয় পরিচয়পত্র হাতে থাকলে সন্ত্রাসীদলের, জঙ্গীদলের সবাইকে আইনের আওতায় আনা সহজসাধ্য হবে।

এছাড়াও তিনি বলেন, ফ্রান্সের কোম্পানি অবার্থুর টেকনোলজিস জাতীয় পরিচয়পত্র তৈরি করে আমাদের দেশে বিতরণের কথা ছিলো। কিন্তু তাদের কার্যক্রমের আমরা সন্তুষ্ট হইনি তাই চুক্তি বাতিল করে আমাদের দেশের ছেলেরা দায়িত্ব নিয়ে কারিগরী দক্ষতার সাথে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি করে সাফল্য অর্জন করেছে। ফ্রান্সের ওই কোম্পানি যেখানে ৪ থেকে ৫ লাখ তৈরী করতে পারতো সেখানে ওই সময়ে আমরা ৪০ থেকে ৫০ লাখ স্মার্ট কার্ড আমাদের দেশের ছেলেরা তৈরী করতে পারছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এনডিসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, পিপিএম, র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান, পিএসসি, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা প্রতীকীমূলকভাবে নাসিকের কিছু ভোটার সাবেক সচিব মো.আকরাম আলী মৃধা, চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ খায়দার খান কাজল, বিশিষ্ট কবি হালিম আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শাহজাহান ভূঁইয়া (জুলহাস), নারী নেত্রী অধ্যাপক শিরিন বেগম, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য তানভীর আহমেদ টিটু, মোফাজ্জল হোসেন মিন্টু, সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মুকুল, চলচিত্র পরিচালক তমিজউদ্দিন রিজভী, ডা.কুমার রায়, বিকেএমইএ এর পরিচালক (ফাইন্যান্স) জিএম ফারুক, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবুদ্দিন আকসির, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রবীণ সাংবাদিক আব্দুল খালেক, সুপারভাইজার মো.মজিবুর রহমান হাওলাদার প্রমুখ এর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। আগামী ২৮ নভেম্বর থেকে নাসিকের ১নং ওয়ার্ড থেকে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয পরিচয়পত্র বিতরণ শুরু করা হবে।

add-content

আরও খবর

পঠিত