স্বামী হত্যা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় স্টুডিও দোকান মালিক সুমন ইসলামকে হত্যা মামলায় স্ত্রী সায়মা মণি অপুকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। বুধবার ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন। দন্ডপ্রাপ্ত সায়মা মণি অপু (২৭) ফতুল্লার দেওভোগ আখড়া এলাকার সোবহান মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, ২০০৬ সালের ৩ জুনে সদর উপজেলার নন্দলালপুর এলাকায় নিজ বাড়িতে খুন হয় সুমন। ওই ঘটনায় নিহতের বড় ভাই নূরে আলম কামালের দায়ের করা মামলায় অভিযোগ করা হয় পরকীয়া প্রেমের কারণে পারিবারিক কলহের জের ধরে সায়মা নিজেই তার স্বামী সুমনকে পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার ঘটনায় পুলিশ মণিকে গ্রেফতার করে। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

add-content

আরও খবর

পঠিত