নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় একটি কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রীর সেই স্লোগানকে সামনে রেখে আমরা সব সমই আপনাদের পাশে আছি। অসাম্প্রদায়িক দেশ আমাদের এই বাংলাদেশ। আমরা যদিও মুসলমান কিন্তু সমাজে আমরা এমন ভাবে চলা ফেরা করি কে হিন্দু কে মুসলমান তার কোন বৈশম্য রাখিনা। এলাকায় আমরা সকলে মিলে মিশে বসবাস করি।
তিনি আরও বলেন, আপনাদের ধর্মের সবচেয় বড় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা। আপনারা প্রতি বছরই এখানে অস্থায়ী জায়গায় পূজার আয়োজন করেন। আমি চাই আপনারা এখানে প্লট কিনে স্থায়ীভাবে পূজা করেন। এতে আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আমি সব সময় এই পূজা মন্ডপের উপর একটু আলাদাভাবে নজর রাখি কারন এটা আমার এলাকা এখানে কেউ যেন কোন ধরনের অরাজগতা সৃষ্টি করতে না পারে। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। ৭ অক্টোবর সোমবার বিকেলে বন্দর কাঠপট্টি এলাকা বালুর মাঠস্থ হিন্দু মহাজোট র্যালী ও লেজারার্স দূর্গাপূজা কমিটি কর্তৃক আয়োজিত পূজা মন্ডপে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবল্বীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনারা নির্ভয়ে উৎসব মুখোর পরিবেশে আপনাদের পূজা উদ্যাপন করবেন। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় ওরা সুযোগ পেলেই পূজা মন্ডপে হামলা চালাবে। প্রশাসনের দক্ষ অভিজ্ঞতার কারনে তারা কোন অরাজগতা সৃষ্টি করতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার কঠোর নির্দেশনায় প্রশাসন পূজা মন্ডপে সতর্ক অবস্থানে রয়েছে। সর্বপুরি নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমান, ৪ আসনের সাংসদ আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির নির্বাহী সভাপতি বাবু দ্বীনবন্ধু রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির মহাসচিব বাবু গোবিন্দ প্রমাণিক।হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও র্যালী লেজারার্স দূর্গাপূজা কমিটির যুগ্ম সম্পাদক শিবু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো: শেখ মমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির বাবু প্রদীপ কে.পাল, বাবু এম কে রায়, মুকুল মজুমদার, খোকন সাহা খোকা,সত্যজিত পাল সাধু,নয়ন সাহা, মানিক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, স্মৃতি পাল, সুমন দাস চাঁন, সাগর দেবনাথ, রতন দাস, নিজু দাস, আশিক দাস, প্রদিপ, লিটন প্রমুখ।