নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী জনতা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী জনতা লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম ওসমান গনি বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অত্র সংগঠনের সাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন হাওলাদার বিশেষ অতিথি ছিলেন। গত শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার নয়াপুরস্থ সংগঠনের কার্যালয়ে উপজেলা আওয়ামী জনতা লীগের সভাপতি মো. আব্দুল হাকিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আওয়ামী জনতা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সরকার জামাল, আকলিমা আক্তার আঁখি, আব্দুস শহীদ মালতিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ফরাজী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আত্উার রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ জসিম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. মিলন মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. সুমন শীল, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, বন্দর উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, সহ-সভাপতি মো. মোস্তফা মেম্বার, যুগ্ম-সম্পাদক আলী আকবর, ঢাকা মহানগর দক্ষিনের নেতা মো. মনছুর রহমানসহ সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে, প্রধান অতিথি এইচ এম ওসমান গণি বেলাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমন্ত নিরহ মানুষের ওপর হামলা করে এবং মানবতা বিরোধী অপরাধী রাজাকারদের সহায়তায় নারীদের ইজ্জত লুটে নিয়ে ছিল পাক-বাহিনীরা।