নারায়ণগঞ্জ বার্তা ২৪: স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে জাইকার অর্থায়নে চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি)এর আওতায় ২৭নং ওয়ার্ডে উন্মুক্ত আলোচনা শনিবার বিকেল ৪টায় কুঁড়িপাড়া চৌরাস্থা সড়কে অনুষ্ঠিত হয়। স্থানীয় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুেেলর সভাপতিত্বে আলোচনায় সভায় অংশ নেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর হোসনে আরা বেগম,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপ-সহকারি প্রকৌশলী হাসানুল ইসলাম,কর কর্মকর্তা মোহাম্মদ হান্নান মিয়া,জাইকার প্রতিনিধি জাকির হোসেন ও কর আদায়কারী রবিউল ইসলাম। জনতার পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান,খাজা মিয়া,কুঁড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সদস্য আবদুল কাইয়ুম,রুস্তম আলী,আবদুল আজিজ,মোঃ জামান,দেলোয়ার হোসেন প্রমুখ।
উন্মুক্ত আলোচনা সভায় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তারা বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্ডবাসীদের কাছ থেকে শতভাগ ট্যাক্স বুঝে নেয় ঠিকই কিন্তু তার বিপরীতে ওয়ার্ডবাসী সিটির সুবিধা ১০ভাগও পায়না। ২৭নং ওয়ার্ডের জনগন সর্বোচ্চ সুবিধা বঞ্চিত নাগরিক। যা পরখ করে দেখার কেউ নাই। কুড়িপাড়ায় শাখা রোডগুলির অবস্থা খুবই নাজুক। জ¦লাবদ্ধতা যেন এই এলাকার মানুষের নিত্য সঙ্গী। সিটি কর্পোরেশন কর্তৃক পর্যাপ্ত লাইট বরাদ্ধ থাকলেও রাতে ওয়ার্ডবাসীরা ঘোর অন্ধকারেই যাতাযাত করে। চাপাতলী ব্রীজ ইতিপূর্বে বহুবার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েও তেমন অগ্রগতি পায়নি ওয়ার্ডবাসী। এ সকল প্রশ্নের জবাবে কাউন্সিলর বাবুল বলেন নগরমাতা ডাঃ আইভী উন্নয়নের দিশারী। স্বাধীনতার ৪৬ বছর পর উন্নয়ণের এমন আধুনিক নগরী আর চোখে পড়েনি । যা মেয়র আইভি আপনাদের উপহার দিয়েছেন। আপনাদের সকল সমস্য খুব শীঘ্রই নিরসন হবে। তবে সিটির উন্নয়নে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পরিচ্ছন্ন নগরী উপহার দেব। এতে দোয়া পরিচালনা করেন আবুল কালাম আজাদ ।