নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংঘর্ষে নিজেদের জীবন বাজী রেখে দেশের সূর্য সন্তানরা মুক্তিযুদ্ধ করে দেশের মানুষকে স্বাধীন একটি ভুখন্ড উপহার দিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধারা আজ দেশের এই অবস্থায় উদিগ্ম। মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও পূরণ হয়নি এই জাতীর। দেশের কোথাও আজ আইনের শাসন নেই। মানুষের জীবন আজ প্রতিটি মুহুর্ত হুমকির মূখে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। এঅবস্থা থেকে উত্তরণের জন্য দলমত নির্বিশেষে একাত্তর সালের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর উদ্যোগে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবি.এম সিরাজুল মামুনের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন এর পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কারী বজলুল হক। তিনি বলেন আমরা একত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি এদেশের মানুষকে জুলুম, শোষণ থেকে মুক্তির জন্য। একটি স্বাধীন ভূখন্ড বানানোর আসায় আল্লাহর নামে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছি। তখন আমাদেরকে দেশের গুটিকয়েক লোক ছাড়া সকলেই আন্তরিক সহযোগীতা করেছে। মা, বোন, যুবক, বৃদ্ধ, মসজিদের ইমামসহ সর্বস্তরের মানুষের সহযোগীতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের নিরানব্বই ভাগ লোক ছিলেন মুসলমান। সুতরাং স্বাধীনতা বিরোধী বলে ইসলাম পন্থিদের যারা হেনস্থা করতে চায় তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরিফ মোহাম্মদ মোসাদ্দেক,সহ সেক্রেটারি অধ্যাপক মাহবুব মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মীর মনিরুজ্জামান, ১২নং ওয়ার্ড সভাপতি মুক্তিযোদ্ধা রমজান আলী ও ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাব্বীর আহমদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মহানগরীর সহ-সভাপতি মাওলানা ফরিদুদ্দীন, ইলিয়াস আহমদ, সেক্রেটারি অধ্যাপক শাহ আলম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সেক্রেটারি নুর মোহাম্মদ খান, দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতি আনিস আনসারী, দায়িত্বশীল কর্মকর্তা কামরুল হাসান পায়েল, হাফেজ আওলাদ হোসেন ও এমদাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী দাবানল শিল্পী গোষ্ঠির শিল্পী বৃন্দ দেশের গান পরিবেশন করেছে। পরিশেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।