নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। ১৪ই ডিসেম্বর মঙ্গলবার সরকারি মুড়াপাড়া কলেজ গাজী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার দাস।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্সী, এমায়েত হোসেন, কলেজের শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছালেহ, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হাসান, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনির হোসেন, কলেজ ছাত্র সংসদেও ভিপি সাইফুল ইসলাম তুহিন, এজিএস আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা রায়হান বিল্লাল অনিক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে কবি, সাহিত্যিক, সাংবাদিক,বিজ্ঞানী, রাজনীতিবিদ সহ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করতে হবে। রাজাকারদের ফাঁসি দিতে হবে। পরে শোভাযাত্রা নিয়ে স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদেও মধ্যে দূরন্ত বাইসাইকেল বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।