নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ জুয়েল হোসেন বলেছেন, মফিজুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জের স্বচ্ছ রাজনীতির পথিকৃৎ। একুশে পদকপ্রাপ্ত মহান ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার পাশাপাশি সে সময় এই মফিজুল ইসলামও আওয়ামীলীগ প্রতিষ্ঠার অংশীদার ছিলেন। মফিজুল ইসলামের মতো রাজনীতিবিদরা ছিল বলেই নারায়ণগঞ্জে সহনশীল রাজনীতির আর্বিভাব ঘটেছিল। আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। ২২ ই জুলাই শনিবার বাদ আছর প্রয়াত ভাষা সৈনিক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মফিজুল ইসলামের কবরে পুস্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।
জুয়েল হোসেন আরো বলেন, যারা স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি করবে তারা মফিজুল ইসলামের মতো নীতি-আদর্শ নিয়ে কাজ করতে হবে। মানুষের সেবার প্রত্যয় নিয়ে আমাদেরর এগিয়ে যেতে হবে। সকলের সহযোগিতায় আমরা মহানগর স্বেচ্ছাসেবকলীগকে একটি মডেল সংগঠনে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। মনে রাখবেন যেখানেই মন্দ দিক সেখানেই রুখে দাড়াবে স্বেচ্ছাসেবকলীগ।
জিয়ারতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি সিব্বির আহমেদ,সহ-সভাপতি আনিসুর রহমান,আব্দুর কাউয়ুম পলাশ,সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সঞ্চয়,রানা প্রধান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব বাপ্পী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা,সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে,সহ- দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, টিপন মিয়া, জসিম খন্দকার,রাজিব জালাল,চান্দু মিয়া,রমজান মিয়া,মুরাদ মিয়া,লিúু,খালেক মিয়া,সুমন মিয়া,নুর হোসেন,মোঃ অন্তর,মোঃ শিমুল, নাদিম মিয়া,শেখ রাকিবুল ইসলাম সুমন,বাওয়া জুট মিলের সাবেক সিবিএ নেতা শাহজাহান সেক্রেটারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।