নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের আলী নগরে শ্বাস রোধ করে ২ সন্তানের জননী রিপা আক্তারকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী সেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। ৭ মার্চ সোমবার রাতে সে থানায় এসে আত্মসমপর্ণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গত ৩ মার্চ দুপুরে সে তার স্ত্রী রিপা আক্তারকে শ্বাস রোধ করে হত্যার পর পালিয়ে যায়। রিপা হত্যার ঘটনায় রিপার ভাই শহীদুল্লাহ বাদী হয়ে থানায় ২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। ৪ দিন পলাতক থাকার পর ঘাতক স্বামী সানি আলম সেচ্ছায় বন্দর থানায় এসে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই ওমর ফারুকের কাছে আত্মসমার্পণ করে। আত্মসমার্পণকারী সানি আলম সোনারগাঁ থানার দড়িগাঁও এলাকার মৃত সামসুল হকের ছেলে। সে নিজে বন্দরের আলী নগরে বাড়ি করে পরিবারবর্গ নিয়ে বসবাস করত। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছে, গ্রেফতারকৃত স্বামী সানী আলম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রট ২য় আদালত নারায়ণগঞ্জ কে এম মহিউদ্দিন এর আদালতে হত্যাকান্ডের ঘটনা সত্যতা স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। টাকা পয়সা নিয়ে স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ চলত। এ কারণে স্ত্রী রিপা আক্তারকে শ্বাস রোধ করে হত্যা করে সে পালিয়ে যায়।