স্ত্রী ঘুম থেকে উঠেই দেখতে পেল স্বামীর ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইরে আলী হোসেন (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ই মার্চ মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন ফতুল্লা মডেল থানার মাসদাইর পূর্ব পাড়ার আব্দুল জব্বারের ছেলে মাসদাইর তালা ফ্যাক্টরীর কামরুল খন্দকারের ভাড়াটিয়া। আলী হোসেন এর শরীরে এসিডের পোড়া দাগ রয়েছে। তিনি একটি অটো গ্যারেজের মালিক ছিল। সংসারে তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে নিজ কক্ষে স্ত্রীর পাশে শুয়ে থাকে। এক পর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে পাশের রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বেলা ১১ টার দিকে স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে পাশের রুমে গিয়ে দেখে গলায় ফাঁস লাগানো স্বামীর ঝুলন্ত লাশ।পুলিশ সংবাদ পেয়ে বেলা সোয়া ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

নিহতের স্ত্রী রোজি আক্তার বলেন, সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে বলতে থাকে আমার জ্বালাপোড়া করছে। তখন আমি ফ্যান ঘরের দরজা জানালা খুলে দেয়। এরপর আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোস্তফা কামাল খানঁ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত মো. আলী হোসেন প্রেম করে বিয়ে করেছিলো। সংসারে দুই মেয়ে এক ছেলে রয়েছে। প্রায় সময় নিহত আলী হোসেনের সাথে পরিবারের সদস্যদের সাথে মনমালিন্য হতো।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

add-content

আরও খবর

পঠিত