স্ত্রীর ধাক্কায় ছাদ থেকে পড়ে স্বামীর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পারিবারিক কলহের জের ধরে স্বামী জহিরুলকে স্ত্রী শিলা ৫ তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৭ মার্চ রাত ৮টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রিভার ভিউ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল (২০) শেরপুর নকলা থানার পশ্চিম লাবা এলাকার মো. জালাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি শহরের ১নং বাবুরাইল এলাকায় স্ত্রী শিলাকে নিয়ে আনিস মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন।  এছাড়াও নিহত জহিরুল রিভার ভিউ কমপ্লেক্সে একটি হুসিয়ারীতে কাজ করতেন।

ঘটনার পরে স্থানীয়রা জহিরুলকে মুমূর্ষ অবস্থায় ভিক্টরিয়া ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে র্কমরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সদর মডেল থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে পেরণ করেন।

জানা যায়, নিহতের স্ত্রী শিলা এর আগে আরো দু’ব্যাক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। এ নিয়ে স্বামী জহিরুলের সাথে শিলার একের পর এক অশান্তি বেঁধেই থাকতো।

এ বিষয়ে নিহতের বড় বোন রুপালি নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, শিলা এর আগেও ২টি বিয়ে করেছিল। আমার ভাইয়ের সাথে শিলা সব সময় খারাপ ব্যবহার করতো। শিলা ও আমার ভাই একই হুসিয়ারিতে কাজ করতেন। ঘটনার দিনও আমার ভাইয়ের সাথে শিলার ঝগড়া বাঁধে। এরপর আমার ভাই রিভার ভিউ শপিং কমপ্লেক্সের ছাদে উঠলে শিলাও তার পেছনে পেছনে ছাদে উঠে এবং এক পর্যায়ে আমার ভাইকে শিলা ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমার ভাইকে হাসপাতালে নেয়ার পথেও আহত অবস্থায় ওর সাথের লোক জনদের একথা বলে গিয়েছিলো। মৃত্যুর আগে কেউতো আর এত মিথ্যা বলবে না!’

এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, স্ত্রী হত্যা করেছে কিনা এ বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত