নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : তরুণদের মাদকাসক্ত হওয়ার মূল কারণ স্কুলের বন্দী জীবন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন একেকটি জেলখানা। ৬/৭ ঘণ্টা ক্লাস শেষ করে ২/৩ ঘণ্টার কোচিং। যার ফলে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে থাকতে পারে না। শিক্ষার সঠিক পরিবেশ ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমেই এ সমস্যার দূর করার সম্ভব। আলোর তরী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস জঙ্গী ও মাদক নির্মূলে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে ১০ম শ্রেণীর শিক্ষার্থী আসিফ তার বক্তব্যে এসব কথা বলেন।
আলোর তরী ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আকরাম আলী শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মতিয়া রহমান। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু জাফর মোহাম্মদ টিপু, নারায়ণগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, ১৭ নং ওয়ার্ড কমিশনার আব্দুল করিম বাবু, ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ আব্দুল হাই উপস্থিত ছিলেন।