নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ ও মেডিসিন ক্লাব, ইউএস-বাংলা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে)বিকাল ৩টায় নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়। এসময় কর্মহীন হয়ে পড়া অসহায় ১০০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ এর খেটে খাওয়া, দিনমজুর, গরীব জনসাধারণের জন্য বর্ধিত লকডাউনে তাদের জীবিকা-আহারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ ও মেডিসিন ক্লাব, ইউ-এস বাংলা মেডিকেল কলেজ শাখা।
এ বিষয়ে ডা. মো. শাহেদ শুভ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নারায়ণগঞ্জ এর ১০০ গরীব-দুঃখী পরিবারকে আজকে আমরা উপহার সামগ্রী দিয়ে সাহায্য করেছি, প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ১/২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আর ১ টা লাইফবয় সাবান দিয়েছি। তাছাড়া আমরা আমাদের নিয়মিত টেলিমেডিসিন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং নারায়ণগঞ্জ এর জন্য নির্ধারিত ডেডিকেটেড করোনা হাসপাতাল খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ডাক্তার-নার্সদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট সরবরাহ করার ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছি।
এসময় উপস্থিত ছিলেন ডা. শাহেদ শুভ, কার্যকরী সদস্য, স্বাচিপ ও বিএমএ নারায়ণগঞ্জ শাখা; ডা. সোহেল রানা ভুইয়া কনক, কার্যকরী সদস্য, স্বাচিপ ও বিএমএ নারায়ণগঞ্জ শাখা; ডা. মোঃ এম এইচ সজীব তালুকদার, প্রধান সমন্বয়ক, সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ; ডা. আশরাক সাদ পিয়াস, সাধারন সম্পাদক, ইচিপ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও সমন্বয়ক, সোসাইটি অফ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অফ নারায়ণগঞ্জ, শামীম ইমতিয়াজ সাবেক সাধারণ সম্পাদক মেডিসিন ক্লাব ইউ-এস- বাংলা মেডিকেল কলেজ শাখা, নাজমুল হাসান, সভাপতি মেডিসিন ক্লাব ইউ-এস-বাংলা মেডিকেল কলেজ শাখা। ত্রান উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের সর্বাত্মক সহযোগিতায় ও দিক নির্দেশনায় ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ), নারায়ণগঞ্জ শাখার সিনিয়র নেতৃবৃন্দ।