নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গড়তে সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকায় এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম। মত বিনিময় সভায় নাসিক ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজন অংশগ্রহন করেন।
বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মানবাধিকার কর্মকর্তা আশরাফ উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধান করেন নাসিক ৬নং ওয়ার্ডের বিট ইনচার্জ এসআই মো. নুর আলম মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, ট্যাংক লরী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: রাশেদ আহমেদ মহাজন, ট্যাংক লরী মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল মন্ডল, গোদনাইল বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি হাজী ইয়াকুব আলী, নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জোবায়ের আলম হীরা, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য হাজী মানিক মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: বাচ্চু মিয়া, নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক আসমা মাহবুব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বলেন, জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। আমাদের কোন সোর্সের প্রয়োজন নাই। জনগণই আমাদের সোর্স, জনগণই আমাদের তথ্য দাতা। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভাবনা, যদি জনগণ পুলিশকে সহযোগিতা না করে। তাই জনগণকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে মাদক নিয়ন্ত্রন করতে চাই। পুলিশের সেবা জনগণের কাছে পৌছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এ বিট পুলিশিং এর কার্যক্রম হাতে নিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ডের বিট পুলিশিং কার্যালয়কে আপনারা ১০টি উপ থানা হিসেবে মনে করবেন। আপনারা এলাকার যে কোন সমস্যার বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আপনার পরিচয় শতভাগ গোপন থাকার নিশ্চয়তা থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মজিবুর রহমান মেম্বার ও মতিউর রহমান, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমান মিয়া, মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দীন মহাজন, মালিক সমিতির কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মায়া, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার কোষাধ্যক্ষ মন্ডল মো: মহিউদ্দীন সানী, প্রচার সম্পাদক এ.আর.মহসীন, দপ্তর সম্পাদক আ: রব মন্ডল, শ্রমিক কল্যান সম্পাদক মোল্লা ওহাব, নাজির হোসেন, সোহেল মাষ্টার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।