সোনারগাঁয়ে হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ই ডিসেম্বর রবিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল, আলমগীর, বাসাদ, আসাদ, কামাল, শাহ জামাল, জুয়েল, মমতা বেগম, কল্পনা বেগম। দণ্ডপ্রাপ্ত ১০ আসামির মধ্যে ৭জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। জাহিদুল, বাসাদ আলমগীর পলাতক রয়েছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ তথ্য নিশ্চিত করেছেন।

জাসমিন আহমেদ জানান, ২০১১ সালের ৯ই নভেম্বর সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা শহীদুল্লার বাড়িতে টেঁটা, ধারালো ছুরিসহ হামলা চালায়। সময় শহীদুল্লার কলেজপড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে হত্যা করা হয়। একই সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হন। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহত ব্যক্তির পিতা শহীদুল্লাহ।

মামলার তদন্ত শেষে পুলিশ ১০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। এর ১০ বছর পরে এই মামলার রায় ঘোষণা করলেন আদালত। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বাকি আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

জাসমিন আহমেদ আরও বলেন, এটি একটি যুগান্তকারী রায়। ১০ জন আসামির সবাই সাজা পেয়েছেন। এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত