নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়স্থ নয়াপুর বাজারে শনিবার সন্ধ্যায় অত্র অঞ্চলের স্বনামধন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্রীড়া একাডেমীর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং কেক কেটে এই আনন্দ উপভোগ করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান শাহিন ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ উপস্থিত ছিলেন এবং এ সময় সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত ও উদ্যমী তরুণরা উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে মোঃ রাজিব প্রধান বাবু-সভাপতি, মোঃ নুর হোসেন নুরা-সিনিয়র সহ সভাপতি, মোঃ মনির হোসেন-সহ সভাপতি, মোঃ জহিরুল-সহ সভাপতি, মোঃ মনির আহামেদ-সহ সভাপতি, মোঃ আমজাত হোসেন সুমন-সাধারন সম্পাদক, মোঃ কমল হোসেন-যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ মোবারক-যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ রমজান হোসেন রনি-সাংগঠনিক সম্পাদক, মোঃ কাউছার প্রধান-সাংগঠনিক সম্পাদক, মোঃ কাউছার মোল্লা-দপ্তর সম্পাদক, মোঃ রাসেল মাহমুদ-দপ্তর সম্পাদক, মোঃ রাকিবুল হাসান রিদয়-অর্থ ও প্রকাশনা সম্পাদক, মোঃ শামিউল বাশার নয়ন-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মোমেন মিয়া-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ মাহবুব আলম-শিক্ষা ও প্রকাশনা সম্পাদক, মোঃ রাজিব হোসেন-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ তাজিম আহমেদ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ বাবু-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জুয়েল, মোঃ মাহিন খান, মোঃ সোহাগ, মোঃ সোহেল, মোঃ মানিক চান, মোঃ নাঈম ভূঁইয়া, মোঃ নাহিদ, মোঃ শাহিন হোসেন, মোঃ সওকত, মোঃ সাঈদ, মোঃ মাহাবুব, মোঃ নুরে আলম নুরীকে সদস্য পদে নাম চূড়ান্ত করে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উক্ত কমিটির সভাপতি মোঃ রাজিব প্রধান বাবু বলেন, মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। সবাইকে নিয়ে আলোকিত সমাজ গঠন ও খেলাধুলায় সম্পৃক্ত করে হারিয়ে যাওয়া খেলাধুলা আবারও ফিরিয়ে এনে সবাইকে আনন্দ দেয়াই আমাদের মূল লক্ষ্য। অত্র কমিটি সর্বদা ভাল ভাল খেলাধুলা ও টুর্নামেন্ট উপহার দেয়ার চেষ্টা করে যাবে। আপনারা আমাদের উৎসাহ দিবেন এবং খেলাগুলো উপভোগ
করবেন যা হবে অত্র ক্রীড়া একাডেমীর জন্য প্রেরণা।