সোনারগাঁয়ে ডাকাত আতংকে নির্ঘুম পাহারায় জনসাধারণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : গেল কয়েকদিন যাবৎ সোনারগাঁয়ের জামপুর, সনমান্দী, কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিশেষ করে সদিপুর ইউনিয়নের সাদিপুর, নয়াপুর, নানাখী, পঞ্চমীঘাট, কাজহরদী সহ নিকটস্থ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কয়েকটি জায়গায় ডাকাত আতংকে জনসাধারণ নির্ঘুম পাহারায় রাত কাটাচ্ছে বলে জানা গেছে।

অতি সম্প্রতি জামপুর ইউনিয়নে ডাকাত হানা দেয়ার পর এ ডাকাত আতংকের শুরু হয়েছে বলে জানান অনেকে এবং গত সপ্তাহে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধে বিয়ে বাড়ীতে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দিলে বাড়ির লোকদের আত্মচিৎকারে এলাকাবাসী ঘেরাও করলে ২ ডাকাত পিটুনীতে মারা যায় ও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার রাতে সাদিপুর ইউপি’র নানাখীতে ডাকাতদল একটি ধানক্ষেতে রাত ৯টা সময় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে ফেললে এলাকাবাসীর ধাওয়া খেলে ডাকাতদল পলায়ন করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ও কয়েকটি অনলাইন পত্রিকার মাধ্যমে জানা গেছে। এদিকে গেল কয়েকদিনে সাদিপুর ইউনিয়নের কাজহরদী, নানাখী সহ কয়েকটি এলাকায় রাত ১১ টার পরেই ডাকাতদল হানা দিচ্ছে এবং এলাকাবাসীর সমবেত ধাওয়ায় পলায়ন করছে। ডাকাত আতংক থেকে জানমাল রক্ষায় প্রায় প্রতি রাতেই রুটিনমাফিক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসী নির্ঘুম পাহারা দিচ্ছেন। প্রশাসনের কোন টহল বা ডাকাত নির্মূলে প্রশাসনিক কোন কার্যকর পদক্ষেপ না থাকায় সকলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশি টহল দেবার ব্যবস্থা করার জোড়ালো দাবী জানিয়েছেন।

উক্ত বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম এর সাথে ফোনে কথা বললে তিনি জানান, ডাকাত নির্মূলে পুলিশ কাজ করছে। সাদিপুরের এ বিষয়ে আমাদের জানানো হয়নি। উক্ত এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হবে এবং সময়মত পুলিশ টহলে যাবে।

add-content

আরও খবর

পঠিত