সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার সহ ৫ জন গ্রেফতার

নারায়নগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ): সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার সহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ১লা জুলাই রাতে সোনারগাঁ উপজেলার বাংলাবাজার এলাকায় এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ডাকাত সর্দার সাদ্দাম, গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে নয়ন, একই গ্রামের গোলজার হোসেনের ছেলে সজিব, আসাদ মিয়ার ছেলে পারভেজ ও মোগরাপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিব।

ডাকাত সর্দার সাদ্দামসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ডাকাতরা। রবিবার ২ জুলাই দুপুরে গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে  পাঠানো হয়েছে।

এ ব্যপারে সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নে একটি অভিযান পরিচালনা শেষে থানায় ফেরার পথে  উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি সিএনজি সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। এসময় রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ৮-১০জনের একটি ডাকাত দল লুকিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার নেতৃত্বে সোনারগাঁ থানার এসআই মনিরুজ্জামান, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই মনির হোসেন সংগীয় ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে ডাকাত সর্দার সাদ্দামসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে।

add-content

আরও খবর

পঠিত