নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিসমিল্লাহ এগ্রো ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ ও টায়ার কারখানায় ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইনে এ দুর্ঘটনায় ঘটে। এসময় ১জন শ্রমিক আহত ও বিসমিল্লাহ এগ্রো ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ ও টায়ার কারখানার ব্যাপক ক্ষতিসাধন হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, সোনারগাঁ থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, বিসমিল্লাহ এগ্রো ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের একটি গাড়ির টায়ার কারখানায় আগুন ছড়িয়ে পড়লে শামীম মিয়া নামের এক শ্রমিক আহত হন। পরে আহত অবস্থায় শামীম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।