নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আসন্ন এস.এস.সি / দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোগড়াপাড়া এইচ.জি.জি. এস বিদ্যানিকেতন স্কুলে অনুষ্ঠিত এমতবিনিময় সভায় মোগড়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার সভাপতি জনাব মজিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জনাব শাহীনুর ইসলাম,বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান,একাডেমিক সুপাভাইজার জনাব কাজল চন্দ্র পাল।
এছাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপালগন এবং ৮ টি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে নিযুক্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব শাহীনুর ইসলাম বলেন, সারাদেশের মতো সোনারগাঁয়ের এস.এস.সি / দাখিল পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়া হবে। আর এ কাজে মূল ভূমিকা পালন করবে কক্ষ পরিদর্শকগণ।তাই কক্ষ পরিদর্শকদের ন্যায় ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালন করতে হবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান বলেন,এবারের এস.এস.সি / দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ।আর শিক্ষকগণ হলেন সমাজ ও জাতি গড়ার কারিগর।তাই শিক্ষকদের কে উচিত ন্যায় নীতি বজায় রেখে দ্বায়িত্ব পালন করা।আর পরীক্ষায় কোনো শিক্ষার্থী যেন অসদুপায় অবলম্বন করতে না পারে, সেদিকে কক্ষ পরিদর্শকদের খেয়াল রাখতে হবে। এতে শিক্ষকদের সম্মানও বাড়বে আবার শিক্ষার্থীরাও পড়ালেখায় মনোযোগী হবে।একাডেমিক সুপাভাইজার কাজল চন্দ্র পাল, পরীক্ষা টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
সভাপতি বক্তব্যে জনাব মজিবুর রহমান বলেন, শিক্ষকদের আতœশুদ্ধি ও শিক্ষার্থীদের পড়ালেখার মনোযোগী হওয়ার মাধ্যমে সোনারগাঁ উপজেলার সুনাম বাড়বে ও শিক্ষার মান বৃদ্ধি পাবে তাই কক্ষপরিদর্শক হিসেবে নিয়োজিত শিক্ষকদের সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম,হল সুপার ও সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, সোনারগাঁ জি.আর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সুলতান মিয়া সহ অনেকে বক্ত্যব প্রদান করেন।