সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে বখাটেকে কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার থানা রোডে খন্দকার প্লাজার সামনে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মঈন ফাইটার কারাতে ক্লাবের এক মেয়ে শিক্ষার্থীকে একা পেয়ে কুরুচিপূর্ণ আচরন ও শাররীক নির্যাতন করে স্থানীয় দৈলেরবাগ গ্রামের মোতালিবের বখাটে ছেলে মোঃ মনির (২৩)। এ সময় ক্লাবের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে বখাটেকে থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে ভ্রাহ্মমান আদালত বসিয়ে বখাটেকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

মঈন ফাইটার কারাতে ক্লাবের শিক্ষক মঈন বলেন, উপজেলার থানা রোডে খন্দকার প্লাজার সামনে সকাল সাড়ে ৭টার দিকে আমার শিক্ষার্থীরা যে যার মত করে প্রেকটিস করতে ক্লাবে যাচ্ছিল। এসময় দুই বখাটে এসে আমার মেয়ে শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ আচরন ও কথাবার্তা শুরুর একপর্যায়ে থাপ্পর দেয়। তার সাথে থাকা অন্য শিক্ষার্থীরা বখাটেকে আটক করে। আমাদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা অন্যজন পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম বলেন, মঈন কারাতে ক্লাবের এক মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিং করায় এক বখাটেকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত