সোনারগাঁয়ের মানুষের কল্যাণে জমি ও ফ্লাট বিক্রি করেছি : এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি। ক্ষমতার অপব্যবহার করে জুলুম করিনি। সরকারি সম্পদ আত্মসাত করিনি। মিথ্যা মামলা-হামলার মাধ্যমে কাউকে হয়রানী করিনি। বরং যতটুকু পেরেছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। রাত ২/৩টা পর্যন্ত আমাকে সোনারগাঁয়ের বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। এমপি হওয়ার পরেও আমি আমার ২টি জমি ও ১টি ফ্লাট বিক্রি করে সোনারগাঁয়ের মানুষের কল্যাণে ব্যয় করেছি। মঙ্গলবার (৯ অক্টোবর) সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় লাঙ্গলের পক্ষে প্রচারণা চালিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক কালে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনারগাঁয়ে লাঙ্গলের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। দিনব্যাপী সোনারগাঁ পৌরসভার বাগমুছা, খাগুটিয়া, বাড়িগন্ধব, ফতেকান্দী ও পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর জিয়ানগর এলাকায় লাঙ্গলের পক্ষে প্রচারণা চালিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এ র্কমসূচী পালনকালে সাথে ছিলেন তার স্ত্রী ডালিয়া লিয়াকত। এসময় শতশত নারী পুরুষ তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ওইসময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আমি সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি। ক্ষমতার অপব্যবহার করে কারো উপর জুলুম করিনি। সরকারি সম্পদ আত্মসাত করিনি। মিথ্যা মামলা-হামলার মাধ্যমে কাউকে হয়রানী করিনি। বরং যতটুকু পেরেছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। রাত ২/৩টা পর্যন্ত আমাকে সোনারগাঁয়ের বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। এমপি হওয়ার পরেও আমি আমার ২টি জমি ও ১টি ফ্লাট বিক্রি করে সোনারগাঁয়ের মানুষের কল্যাণে ব্যয় করেছি।

এজন্য মাঝে মধ্যে বন্ধু মহলের কাছে আমাকে কথা শুনতে হয়। তারা বলে অন্য এমপিরা যেখানে গাড়ি-বাড়ি করে, সেখানে তুমি সম্পদ বিক্রি করে মানুষের পিছনে ব্যয় করো। এর উত্তরে আমি বলি, সোনারগাঁয়ের মানুষ আমাকে ভালোবাসে। আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। পথে ঘাটে রিক্সাওয়ালা-দিন মজুররা আমাকে দেখলে মুসাফা করতে ছুটে আসে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আমাকে দেখলেই মামা মামা বলে ডাকে। এর চেয়ে বেশি পাওয়া আর কিছুই হতে পারে না। যদি সারাদেশে দূর্নীতিমুক্ত এমপিদের তালিকা করা হয় তাহলে লিয়াকত হোসেন খোকার নাম সবার শীর্ষে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী জাহানারা আক্তার, মাহমুদা ইসলাম ফেন্সী, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বারদী ইউপির প্যানেল চেয়ারম্যান দাইয়ান সরকার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সাধারণ সম্পাদক লিংকন সিকদার, মোতালিব মিয়া স্বপন, শাহীন, পৌর কাউন্সিলর শাহজালাল, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সেকান্দার আলী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত