সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৮ মার্চ) রাত দেড়টার দিকে পৌরসভার নোয়াইল গ্রাম থেকে তাদের আটক করে আজ সকালে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকরা হলেন হলেন, সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের নায়েব আলীর ছেলে জাহের আলী (৪৭) ও একই এলাকার পোকার হোসেনের ছেলে ইমন মিয়া (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, রোববার (১৬ মার্চ) রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুন মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ভুক্তভোগীর বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতিকালে মামুন মিয়ার স্ত্রীকে কুপিয়ে মারাত্মকভাবে জখমও করা হয়। পরবর্তীতে একদিন পর পুনরায় রাত দেড়টার সময় ডাকাতদল এলাকায় ঢুকলে এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদের অবস্থান বুঝে চারদিক থেকে ঘিরে দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মামুনের বাড়িতে ডাকাতির ঘটনার কথা স্বীকার করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের একটি টিম অন্য ডাকাতদের শনাক্ত করতে কাজ করছে। আটকদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

add-content

আরও খবর

পঠিত