সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে বিজয় উৎসব ও পৌষ মেলার উদ্বোধন

নারায়নগঞ্জ বার্তা ২৪ : ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৪ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে তিন দিনব্যাপী মহান বিজয় উৎসব ও পৌষমেলার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে প্রধান অতিথি হিসাবে পুষ্পার্ঘ নিবেদন করেন নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁও আসনের সংসদ- সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা, সোনারগাঁও উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ নিবেদন করেন। বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সদ্য প্রয়াত পটশিল্পী রঘুনাথ চক্রবর্তীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পটচিত্র প্রদর্শন এবং প্রবীণ কারুশিল্পী বিল্লাল হোসেন বিক্রমপুরীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কাঠের কারুশিল্পের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী আনিসা, হাসি সরকার প্রমুখ। বৈকালিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শ্রী মনোরঞ্জন ঘোষাল এবং বিশিষ্ট ডিজাইনার, কারুশিল্প বিশেষজ্ঞ চন্দ্রশেখর সাহা প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত