নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকার দৈলেরবাগ এর চিড়ার মিলের পাশ দিয়ে উত্তর দিকে থানারোডের মেইন রাস্তা হইতে বড়বাড়ির সংযোগস্থল পর্যন্ত রাস্তাটি যাহা পল্লী বিদ্যুৎ পর্যন্ত পেয়েছে। প্রায় ৪৫ বৎসর আগের নির্মাণ করা এই সংযোগ রাস্তাটি দিয়ে প্রতিদিন পৌরসভার খাঁসনগর দিগীরপাড়, হাতকোপা ও দৈলেরবাগের বাসিন্দা সহ কয়েক হাজার লোকের চলাচল। অদ্যবধি রাস্তাটির কোন মেরামত কিংবা পূনঃ সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই ঐ এলাকার রাস্তায় পানি জমে হাটুজল হয়ে যায়।
কোমলমতি শিশু বাচ্চারা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগের শিকার হয়ে অনেক সময় বহনকৃত বই-পুস্তকসহ ভিঝে যায়। ফলে অনেক বাচ্চা আহত অবস্থায় বিদ্যালয়ে না গিয়ে বাসায় ফিরে যেতে বাধ্য হয়। ফলে প্রতিটি অভিভাবক উদ্বিঘ্ন উৎকন্ঠায় বসবাস করে এবং সারাদিন অভিভাবকবৃন্দ দুশ্চিন্তায় ভোগেন যে আমার সন্তানটি নিরাপদে ফিরে বাসায় ফিরে আসতে পারবে কিনা। এমনি অবস্থায় বর্ষা শুরু হওয়ার প্রক্কালে স্থানীয় বাসিন্দারা সম্মিলিত ভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁশের সাকো নির্মান করেন।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নাসিম পাশা সরেজমিনে পরিদর্শন করেও কয়েকবার প্রতিশ্রুতি দেন। কিন্তু রহস্যজনক কারনে রাস্তাটি পুনঃ নির্মাণ করা হয়নি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ সংশ্লিষ্ট সকলকে উল্লেখিত বিষয়টির প্রতি সুদৃষ্টি কামনা করার জন্য এলাকাবাসী অনুরোধ জানান।