নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় এসএসসি পরিক্ষার ফরম পূরন করতে না পারায় মোসাম্মদ আমেনা (১৭) নামের এক স্কুল ছাত্রীরর আত্মহত্যাকে কেন্দ্র করে অত্র স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এই ঘটনায় মঙ্গলবার সকালে সোনারগায়ে জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাএী আমেনা আক্তার এর অকাল মৃত্যুর মুল হোতা অধ্যক্ষ সুলতান মিয়া সহ জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কম’সূচী পালন করেছন ঐ স্কুল এন্ড কলেজের ছাএ/ছাএী, অভিভাবক ও এলাকার সব’স্তরের জনগন।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, উপজেলার সোনারগাঁ জি আর ইনিষ্টিউশন স্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থী মোসাস্মদ আমেনা আক্তার মূল্যায়ন পরিক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়। অকৃতকার্য হওয়ার বিষয়টি তার পরিবারকে না জানিয়ে নিজে নিজে ফরম পূরনের স্কুলের অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে গিয়ে ধারস্থ হয়েছিলেন। গতকাল রবিবার ছিল ফরম পূরনের শেষ দিন। শেষ দিনে ফরম পূরন করতে না পারায় ক্ষোভে ও লোকজ্জার ভয়ে রাতে ঘরের আড়ার সাথে দড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্কুল ছাত্রীর পিতা বাবর আলী জানান, মেয়ে চার বিষয়ে ফেল করেছে এ ব্যাপারে আমাদের কাউকে কিছু জানাইনি। ফরম পূরনের ব্যাপারে সে আমাদের জানিয়েছে তার ফরম পূরন হয়ে গেছে। গতকাল রাতে নামায শেষে মসজিদ থেকে ফিরে আমেনার খোঁজ করে না পেয়ে আমার বসত ঘরের পাশের একটি ঘরের জানালা দিয়ে দেখতে পাই আমেনা গলায় ফাঁস দিয়ে আড়ার সাথে ঝুলে আছে। মৃত স্কুল ছাত্রী পৌরসভার তোফাজ্জল মিয়ার ভাড়াটিয়া।