সোনারগাঁওয়ে যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম হামছাদি এলাকায় ২৪ আগস্ট বুধবার সকাল ৬ টার দিকে যৌতুক না পেয়ে এক মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমা আক্তারকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী সোহাগ। নিহত ঝুমা আক্তার পাশর্^বর্তী দামাদরদী গ্রামের সোলায়মানের মেয়ে।

খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোন্তাছির মারূফ বুধবার নিহত গৃহবধূ ঝুমা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নিহত ঝুমা আক্তারের বড় ভাই সালাহউদ্দিন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। নিহত ঝুমা আক্তার এক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার বড় ভাই।

সোনারগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোন্তাছির মারূফ নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকিবেদককে জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম হামছাদি এলাকার নবী হোসেনের ছেলে সোহাগের স্ত্রী ঝুমা আক্তারের লাশ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ সময় নিহত ঝুমা আক্তারের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারনা হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

এদিকে নিত ঝুমা আক্তারের ভাই সালাহউদ্দিন বলেন, পশ্চিম হামছাদি এলাকার নবী হোসেনের ছেলে সোহাগের কাছে তার ছোট বোন ঝুমা আক্তারকে গত ৭ মাস আগে বিয়ে দেন। বিয়ের সময় তার বাবা সোলেয়মান ঝুমা আক্তারের সুখের চিন্তা করে যৌতুক হিসেবে সোহাগকে ৮০ হাজার টাকা নগদ দেয়। এদিকে যৌতুক লোভী স্বামী সোহাগ  স্ত্রী ঝুমা আক্তারের কাছে আরো যৌতুক দাবি করে প্রায় মারপিট করতো। বুধবার সকালে সোহাগ যৌতুকের দাবি করে ঝুমা আক্তারকে মারপিট করে ও গলাটিপে হত্যা করে ঘরের খাটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে সোহাগের বাড়ির সবাই পলাতক রয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত