নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ইভটিজারদের আক্রমণে নিহত মিন্টু হত্যার প্রতিবাদে হত্যা কারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। রবিবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁওয়ের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রশাসনকে লক্ষ করে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি করা হয়।
বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তাা থেকে শুর করে উপজেলা পরিষদ চত্তর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এসে শেষ হয়। এসময় বক্তারা প্রশাসনের কাছে মিন্টু হত্যা কারিদের ফাঁসিক দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর গ্রামের মোতাহার হোসেনের মেয়ে মিতু কলেজে আসা যাওয়ার সময় বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতো ওই এলাকার বন্দেরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন।গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বখাটে জাকির মিতুর ওড়না ধরে টান দিলে ঘটনাটি তার পরিবার ও স্বজনদের জানায় মিতু। বোনের অসম্মান সহ্য না করে মামাতো ভাই সুলতান আহম্দ মিন্টু জাকির হোসেনকে মৌখিক ভাবে সতর্ক আসে।
১২ জানুয়ারী শুক্রবার সকালে মিন্টু তার বাড়ি থেকে কাজে যাওয়ার সময় আগে জাকির ও তার সন্ত্রাসী বাহিনী ঝর্ণার দোকানের সামনে হকিস্টিক ও ক্রিকেট ব্যাট দিয়ে এলো পাথারী পিটিয়ে মারাত্মক আহত করে। হাসপাতালে ২ দিন চিকিৎসাদিন অবস্থায় মিন্টুর মৃত্যু হয়। ১৬ জানুয়ারী নিহত মিন্টুর পিতা সুলতান আহম্মেদ বাদী হয়ে ১৩ জনকে আসামী করে সোনারগাঁও থানায় মামলা করেন।