সোনারগাঁওয়ে মন্দির গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন ওসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁও প্রতিনিধি) :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনাতন দর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের। দেশে চলমান অবস্থা বিবেচনা করে হিন্দু সম্পদায় ও মন্দিরের পুরোহিত ও সেবকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ অফিসারদের বিভিন্ন দিক নিদের্শনা ইতিমধ্যে দিয়েছেন। সোনারগাঁও পৌরসভার ১১টি মন্দির ও বারদী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রমে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। বাকি অন্যান্য ইউনিয়নগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সোনারগাঁওয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। বিশেষ করে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্পাদায় ও তাদের ধর্মীয় স্থান মন্দিরগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিসারদের সাথে নিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে সেখানকার পুরোহিত ও মন্দিরের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত