সোনারগাঁওয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রজেনী প্রদর্শনী-২০১৮ উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রজেনী প্রদর্শনী-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর মাঠে প্রাণিজ সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে প্রজেনী প্রদর্শনী উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষনা দেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গরব, তখন অনেকেই ব্যঙ্গ করেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশ এখন ডিজিটাল যুগে ঢুকে গেছে আপনারা সবাই তা দেখতে পারছেন।
প্রদর্শনীতে সোনারগাঁওসহ বিভিন্ন জেলা ও উপজেলার ১৯০ টি খামার মালিক অংশগ্রহন করেন। প্রদর্শনীতে ফ্রিজিয়ান, শাহীওয়াল, ব্রাহমা সহ বিভিন্ন প্রজাতির ১০০০- ১২০০ কেজি ওজনের গরু প্রদর্শন করা হয়েছে। এছাড়াও দুগ্ধ উৎপাদনকারী বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত সাংসদ হোসনে আরা বাবলী, প্রাণিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওয়াছি উদ্দিন, মহাপরিচালক আইনুল হক, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমূখ।

 

add-content

আরও খবর

পঠিত