নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়নগঞ্জে সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার,৮ মার্চ সকাল ১১ টা থেকে সোনারগাঁ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশের সোর্সরা নিজেদের এসপি, ডিসি, আইজি মনে করেন। বেশীর ভাগ মাদকের নিয়ন্ত্রন করে থাকে সোর্সরা। তাদের কারণেই অনেক পুলিশ অফিসারের বদনাম হয়। কাজেই সোর্সদের নিয়োগের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ শাজেদুর রহমান।এছাড়াও উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা,সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) সাধন চন্দ্র বসাক,সোনারগাঁ থানা ওসি (তদন্ত) অপরাধ আব্দুল জব্বার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,কমিউনিটি পুলিশের সদস্য-সহ সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ।
এ সময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মুক্ত ভাবে সকল উপস্থিতিগন সোনারগাঁয়ের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে মাদক,ইভটিজিং, ডাকাতি, চাঁদাবাজী-সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সোনারগাঁবাসী।