সেলিম ওসমান পত্নির ১ কোটি টাকা অনুদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখার নবনির্মিত ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন করে যুক্ত হওয়া প্রাথমিক শাখার উদ্বোধন করা হয়েছে। নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে কলেজ শাখার নতুন ভবন ও প্রাথমিক শাখা জন্য জমি ক্রয় এবং কিন্ডার গার্টেন স্কুলটি নিমাণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) সকালে এসব কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। এরপর এবছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, অতীত ভুলে যাও ভবিষ্যত গড়ে তোল। আমি আজকের অনুষ্ঠানটিকে বিদায়ী অনুষ্ঠান হিসেবে মেনে নিতে পারছি না। কলেজ শাখাটি উন্নয়ন করা চেষ্টা করা হবে। যাতে করে তোমরা সবাই এইচ.এস.সিতে এখানে থাকতে পারো।

এমপি সেলিম ওসমানের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরাও কলেজ শাখার একাডেমী ভবনটি সম্পূর্ন আলাদা করার দাবী উপস্থাপন করেন। যার প্রেক্ষিতে এমপি সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান ভবনটির উর্ধমূখী সম্প্রসারনের জন্য ১কোটি টাকা এবং চাঁন মিয়া ৩৬ লাখ টাকার আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এমপি সেলিম ওসমান অভিভাবক কাছ থেকে স্কুলের বিদ্যামান সম্পর্কে জানতে চাইলে, তাঁরা স্কুলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য স্বাস্থ্য সম্মত টয়লেট ও দূরবর্তী স্থান থেকে অভিভাবকদের বসার জন্য নিদিষ্ট একটি স্থান নির্মাণ করে দেওয়ার দাবী রাখেন। পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমান অভিভাবকদের তাদের দাবী গুলো লিখিত আকারে অন্যান্য আরো অভিভাবকদের স্বাক্ষর সহ স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেন। স্কুল কমিটির মাধ্যমে সেই সকল দাবী গুলো অবশ্যই পূরণ করা হবে আর সেজন্য তিনি কর্তপক্ষকে সকল ধরনের সহযোগীতা করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত