সেলিম ওসমান ও মোহাম্মদ আলীর জন্য মুক্তিযোদ্ধাদের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর জন্য দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বন্দর সেন্টাল ঘাট সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, সাবেক সদর উপজেলা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, মহিউদ্দিন, সহিদুল্লাহ, আবু হোসেন, লিয়াকত আলী, আজিজ, হর আলী চৌধূরী, আলী নূর, মমিন হাজি, মো, হোসেন, সালাউদ্দিন তপু, ইদ্িরস আলী, সামসুল হক, গোলাম কাদির, মনির হোসেনসহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত