সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় জেলা ও মহানগর জাতীয় পার্টির দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংদস সদস্য সেলিম ওসমানের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় সংসদ সদস্য সেলিম ওসমান ও তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

মঙ্গলবার ২৭ মার্চ বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, জেলা যুবসংহতি নেতা কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্র্টির সভাপতি পলি বেগম, শ্রমিক পার্র্টি নেতা আবু তাহের, ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগমের উদ্যোগে সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে সোমবার রাতে ওয়ার্ড জাতীয় পার্টি কার্যালয়ে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

add-content

আরও খবর

পঠিত