সেলিম ওসমানের সুস্থতায় হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের অভিভাবক ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। গত ৮ নভেম্বর মঙ্গলবার এই দোয়া অনুষ্ঠিত হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অটিস্টিক শিশু-কিশোররা সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়া সহ পরিচালক বৃন্দের মাঝে মতিউর রহমান মুক্তি, খোকন গাজী, মাকসুদুর রহমান হিটু, মো. সেলিম ও শিক্ষক শিক্ষয়িত্রীগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়াতে সেলিম ওসমানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলের শুরুতেই প্রতিষ্ঠানটির কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমু সেলিম ওসমানের বিভিন্ন মানবিক কার্যক্রম গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আমাদের নিরন্তর জীবন যুদ্ধে সেলিম ওসমান আমাদের বেচে থাকার অনুপ্রেরণা। আমরা যখন অসহায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে জীবন তরী পারি দিতে দিতে কখনো কখনো হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চাই ,ঠিক তখনই তিনি পিতৃ স্নেহে আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের জীবন যুদ্ধে সাহস যোগান।

আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন যাতে উনি আমাদের মাঝে এসে এই অসহায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের পৃত্যিস্নেহে কাছে ডেকে নিতে পারে। এরপর দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত