সেলিম ওসমানের উদ্যোগে উইজডমে বিশেষ দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের বর্তমান মহামারি থেকে মুক্তি ও জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ এবং সাধারণ মানুষের জীবন জীবিকার পথ সুগম হওয়ার কামনায় পরম করুণাময় আল্লাহ কাছে দু হাত তুলে দোয়া প্রার্থনা করেছেন হাজার হাজার শ্রমিক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের এবং জনপ্রতিনিধিরা।

৬ই আগস্ট শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর উদ্যোগে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান উইজডম এ্যাটায়ার্স লিমিটেড এর অভ্যন্তরে পবিত্র কোরান খতম, খতমে খাজা গান ও দোয়া ইউনুসের মাধ্যমে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ঢাকা নারিন্দার পীর সাহেব শাহ সৈয়দ মুরাদউল্লাহ আহম্মেদ।

দোয়ায় মরহুম একেএম শামসুজ্জোহা, মরহুমা নাগিনা জোহা, আলী আহম্মদ চুনকা, বেগম মমতাজ চুনকা, প্রয়াত নাসিম ওসমান এবং নারায়ণগঞ্জে করোনায় মৃত্যুবরণ করা সকলের রুহের মাগফেরাত কামনা ও করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টের হাজার হাজার নারী ও পুরুষ শ্রমিক সহ দোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক সোয়েব মোহাম্মদ আরেফিন, আখতার হোসেন অপূর্ব, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক শ্যামল কুমার সাহা, খন্দকার সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, ফারুক বিন ইউসুফ পাপ্পু, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সোহেল আক্তার সোহান, আরিফ দিপু, মহানগর আওয়ামীলীগের সদস্য এহসানুল হাসান নিপু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত