নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টানা চতুর্থবারের মত বিকেএমইএ এর সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি সেলিম ওসমানকে শুভেচ্ছা জানিয়ে উপহার প্রদান করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তাবৃন্দরা। বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী বিকেলে এমপি সেলিম ওসমান শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ প্রধান কার্যালয়ে গেলে কর্মকর্তাবৃন্দরা তাঁর হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত এমপি সেলিম ওসমান চতুর্থ দফায় সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসায়ীক ও পারিবারিক কাজে দেশের বাইরে অবস্থান করার পাশাপাশি শারীরিক অসুস্থ্যতার কারণে বিদেশে অবস্থান করা প্রতিষ্ঠানের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময়ে কর্মকর্তাদের বিলম্ব হয়।
এ সময় উপস্থিত বিকেএমইএ এর সিও সুলভ চৌধুরী, যুগ্ম সচিব রঞ্জন রায়, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রূপালী বড়–য়া সহ অন্যান্যরা।