নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অনুষ্ঠানে টেলিভিশন শাখায় পাঠকের বিচারে জয়ী হয়েছে (বুকের বাঁ পাশে) নাটকটি। আর এতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহ্জাবীন চৌধুরী। এছাড়া একই নাটকে অভিনয় করে সেরা অভিনেতা হলেন আফরান নিশো।
(বুকের বাঁ পাশে) নাটকের কাহিনী ছিল হৃদয় ভাঙার গল্প। এতে আফরান নিশোর অভিনয়ে মুগ্ধ হয়েছিলো তার ভক্তকুল। তাই দর্শকেরা এই অভিনেতাকে দিয়েছে (সেরা অভিনেতার) খেতাব।
আফরান নিশোর হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও সুমাইয়া শিমু। একই নাটকে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিজের করে নেন মেহ্জাবীন চৌধুরী। অভিনেত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন শর্মিলী আহমেদ ও দীপা খন্দকার।
দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার (মেরিল-প্রথম আলো) পুরস্কার। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিলো এই অনুষ্ঠানের ২১তম এই আসর।