সেমিতে উঠলো সোনারগাঁ ক্রিকেট একাডেমী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগে সেমিফাইনালে উঠলো সোনারগাঁ ক্রিকেট একাডেমী। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে ২৯শে জানুয়ারি শনিবার সকালে টস জিতে সোনারগাঁ ক্রিকেট একাডেমীর অধিনায়ক শান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৬.৩ ওভার খেলে তারা ২২৪ রান তোলে সব উইকেট হারিয়ে। দৃঢ়তার পরিচয় দিয়ে দলকে দুইশের কোটা পার করেছে নবম উইকেট জুটি। শুভ ও শান্ত ৯ম উইকেটে করেন ৬১ রান।

এখানে উল্লেখ্য সোনারগাঁ ক্রিকেট একাডেমীর অধিনায়ক শান্তর ডান হাতের কব্জি নেই। কিন্তু ব্যাট ও বল হাতে তার ক্যারিসমা সকলকে উদ্বুদ্ধ করে। ৭৭ বল খেলে ৭ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৯৩ রানে আউট হয়ে যান শুভ। শান্ত ৩ চারে করেন ২০ রান। জাহিন ২৮ রান করেন ৪ চারে। রিনাদ ২ চারে ফিরেন ১১ রানে। তবে তাদের স্কোর স্ফিতি পায় ক্রিয়েটিভের দেওয়া অতিরিক্ত থেকে। ৪৯ রান দিয়েছে তারা এক্সট্রা। ক্রিয়েটিভের সোহান ৪টি এবং সাফিন, শামিম ও আবিদ ২ টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে ক্রিয়েটিভ লড়ছিল। দলের অধিনায়ক শামিম একই লড়ছিলেন। ৯ চার ও ১ ছয়ে ৫৭ বলে ৬২ রান করে ফিরেন শামিম। সাইফ করেন ১৬ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ২৩ রান। ক্রিয়েটিভের ৩ জন ব্যাটসম্যান রানআউটের শিকার হন। দুটি দৃষ্টিনন্দন ক্রাচ ধরে ম্যান অব দি ম্যাচের পুরস্কার পান সোনারগাঁ ক্রিকেট একাডেমীর শান্ত। শান্ত ৩টি এবং মোশারফ পান ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

সোনারগাঁ ক্রিকেট একাডেমী : ২২৪/১০(৪৬.৩ ওভার) শুভ- ৯৩, জাহিন-২৮, শান্ত-২০, রিনাদ- ১১। অতিরিক্ত- ৪৯। সোহান- ৪/৭৯, সাফিন-২/২৫, শামিম-২/৩৫, আবিদ- ২/৪০।

ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব : ১৩২/১০ (২৯.২ ওভার) শামিম- ৬২, সাইফ- ১৬। অতিরিক্ত- ২৩। শান্ত-৩/২৪, মোশারফ- ২/২৩। খেলায় আম্পায়ার ছিলেন : মাহবুব হোসেন বিজন ও আরমান হোসেন সাদ্দাম। স্কোরার ছিলেন : নাসির ।

আগামী ৩১শে জানুয়ারি সোমবার সকাল ৯ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে দূর্বার ক্রিকেট ক্লাব ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমীর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত